১২ এপ্রিল থেকে যুক্তরাজ্যে লকডাউন শিথিল হচ্ছে : বরিস জনসন
আগামী সোমবার থেকে যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করা হবে। খুলে দেওয়া হবে রেস্তোরাঁ, জিম, হেয়ার ড্রেসার ও কম গুরুত্বপূর্ণ দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানিয়েছেন। তবে বরিসন জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এপিলের মাঝামাঝি আমরা লকডাউন শিথিল করে মানুষের চলাচল পর্যবেক্ষণ করবো। তবে এখনই আমরা করোনা নিয়ন্ত্রণে আত্মতুষ্ট হতে পারি না। পরে করোনা নমুনা সংগ্রহ করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবো। ডাউনিং স্ট্রিটে তিনি আরও বলেন, সরকার আশাবাদী যে ১৭ মে লকডাউন শিথিলকরণের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক ভ্রমণ আবার শুরু হতে পারে, তবে বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসের প্রকোপ জেনেই সর্তক হয়ে ভ্রমণের নির্দেশনা থাকবে। ১৭ মের আগে সরকার যুক্তরাজ্যের বিমান কর্তৃপক্ষের কাছে নোটিশ দিয়েই জানানো হবে সিদ্ধান্ত। লকডাউন শিথিলের সিদ্ধান্তের আগে যুক্তরাজ্যের মন্ত্রিসভা সবার জন্য আগামী শুক্রবার থেকে সপ্তাহে পরপর দুবার করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার কথা জানান। এ প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের করোনা পরীক্ষার কর্মসূচি বিস্তৃত করা হচ্ছে। যুক্তরাজ্যে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ। খবর বিবিসি ।