রমজানে ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ
আসন্ন পবিত্র রমজান মাসে ওমরাহ পালন বা মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি সৌদি কর্তৃপক্ষের । সোমবার সৌদি কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, যাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তারাই রমজানে মসজিদুল হারামে নামাজ আদায় এবং ওমরাহ সম্পন্ন করতে পারবেন। খবর আল জাজিরা।
সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।