নীলক্ষেতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৬৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা জানান, ভোরে নীলক্ষেত মোড়ে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ গোলাম মোস্তফা। এসময় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় শিপু হাওলাদার নামের এক পথচারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী শিপু হাওলাদার জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। তিনি দ্রুত উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।