করোনায় ব্রাজিলে একদিনে রেকর্ড ৪,১৯৫ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আমেরিকার দেশটিতে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে যা দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যু। এরপরও সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের ব্যাপারে বিরোধিতা করে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কয়েকটি শহরে মানুষ চিকিৎসা পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের মৃত্যু হচ্ছে। একইসঙ্গে দেশটিতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। করোনায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা প্রায় তিন লাখ ৩৭ হাজারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর দেশে পরিণত হয়েছে ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত এক কোটি ২৯ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।প্রেসিডেন্ট বলসোনারো করোনার সংক্রমণ রোধে লকডাউন আরোপের বিরোধিতা করেই যাচ্ছেন। তাঁর কথা হচ্ছে, ভাইরাস ছড়িয়ে পড়ার চেয়ে অর্থনীতির চাকা বিকলের ক্ষতি বেশি হবে। স্থানীয় প্রশাসনের জারি করা কড়াকড়ির বিরুদ্ধে আদালতেও গেছেন প্রেসিডেন্ট বলসোনারো।