অগ্নির বাজিমাত !
বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার মাত্র পাঁচদিনের মাথায় তিন কোটি টাকা আয় করেছে মাহিয়া মাহি ও আরেফিন শুভ অভিনীত ‘অগ্নি’ ছবিটি।
মুক্তি পাওয়ার পর বক্স অফিসে হৈইচৈই ফেলেছে মাহিয়া মাহি এবং শুভ অভিনীত ছবিটি। ‘অগ্নি’র আয়ের রেকর্ড বাংলাদেশের সিনেমা শিল্পের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
ইফতেখার আহমেদের বিগ বাজেটের এই ছবিটি মুক্তি পায় বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ওই দিনই ছবিটি দেশের ৯২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। প্রথম দিনেই ছবিটি এক কোটি ২৫ লাখ টাকা আয় করতে সক্ষম হয়।
মুক্তির আগে ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে ছবিটির প্রচারণা চালানো হয়েছে। যার ফলে অভাবনীয় সাফল্য উঁকি মেরেছে মাহি ও শুভর অন্দর মহলে। অগ্নির বেশিরভাগ শুটিংয়ের কাজ হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে।