নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৮
বন্দুকধারীদের পৃথক হামলায় নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে কমপক্ষে আটজন জন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও চারজন।মঙ্গলবার সরকারি এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এ রাজ্যের অভ্যন্তরিণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সামুয়েল আরুওয়ান এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা এজেন্সিগুলো স্থানীয় কাজুরু ও কচিয়া এলাকায় বন্দুক হামলার ঘটনার কথা জানিয়েছে। তিনি আরো বলেন, সশস্ত্র ডাকাতরা কাজুরুতে কদানি গ্রামে কাদুনা-কচিয়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি বাসের পাশাপাশি জ্বালানি কাঠ বহন করা একটি ট্রাকে হামলা চালালে পাঁচজন নিহত হয়। সেখানে এ হামলায় আরো তিনজন আহত হয়েছে। তিনি আরো জানান, আরেক ঘটনায় বন্দুকধারীরা একই সড়কের দোকা আক্সিসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একটি ট্রাকে হামলা চালায়। এতে ট্রাক চালক নিহত হয়। খবর সিনহুয়ার।