বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 28, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের সাথে পরমাণু চুক্তি রক্ষায় নতুন আলোচনা শুরুর সম্ভাবনা

ইরানের সাথে পরমাণু চুক্তি রক্ষায় নতুন আলোচনা শুরুর সম্ভাবনা 

232

তেহরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি রক্ষায় ভিয়েনায় শুরু হওয়া প্রথম দিনের আলোচনার সূচনা বিষয়ে মঙ্গলবার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ২০১৫ সালের যুগান্তকারি এ চুক্তি থেকে তার পূর্বসরি ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রস্তুত রয়েছেন। ইরান কখনো সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না এমন নিশ্চয়তা দেয়া হয় ওই চুক্তিতে। মঙ্গলবারের উদ্বোধনী আলোচনা মস্কো ইতিবাচকভাবে মূল্যায়ন করার স্বল্প সময় পর ওয়াশিংটনও এ ব্যাপারে উৎসাহব্যাঞ্জক প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইরানও একইভাবে উদ্বোধনী আলোচনাকে গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে। ইরানের প্রতিনিধি দলের প্রধান আব্বাস আরাগচি দেশটির সম্প্রচার কেন্দ্র ইরনাকে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি এটা বলতে পারি যে সার্বিকভাবে এ আলোচনা গঠনমূলক হয়েছে।’ দীর্ঘ সময় ধরে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ইরান মার্কিন প্রতিনিধির সাথে বৈঠক করতে অস্বীকৃতি জানানোর কারণে এ আলোচনায় যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি ছিল না। আলোচনার মধ্যস্থতাকারি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার ভিয়েনা ভিত্তিক দূত মিখাইল উলইয়নভ জানান, এ চুক্তির বর্তমান পক্ষ ইরান, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার মধ্যে মঙ্গলবারের বৈঠক ‘ফলপ্রসু’ হয়েছে। খবর এএফপি’র।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone