ব্রিটেনে ‘অবরুদ্ধ’ মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন
ব্রিটেনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে দূতাবাস ভবনে। বুধবার রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন নিজেই জানান এ তথ্য। মিয়ানমারের জান্তার নির্দেশে তার ডেপুটি চিট উইন দায়িত্ব গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র।গত মাসেই নিজ দেশে সামরিক অভ্যুত্থান নিয়ে কথা বলেন সাবেক সামরিক কর্মকর্তা কিয়াও। বন্দি নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টের মুক্তির দাবি জানান তিনি। দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব, সাহসী হিসেবে কিয়াও এর প্রশংসা করেছেন। মিয়ানমারের সেনা ও সংশ্লিষ্ট কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর জারি আছে ব্রিটেনের নিষেধাজ্ঞা। খবর বিবিসি।