করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আর্জেন্টিনায় কারফিউ জারি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। পরপর দ্বিতীয় দিন রেকর্ড পরিমাণ করোনায় সংক্রমণ হওয়ায় এমন ঘোষণা দিলেন তিনি। তিনি নিজে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষকরে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। রেস্তোরা এবং বার রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। খবর এএফপি’র।
Posted in: আর্ন্তজাতিক