৩০ হাজার টাকায় কারিনার মাস্ক, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এজন্য সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরতে বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ভক্তদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো গুজব নয়, মাস্ক পরুন।’
ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরিহিত। তাঁর মুখে লুইস ভুটনের মাস্ক। আর মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।
বিষয়টি নিয়ে শুধু ভারতের নেটিজেনরাই নন, দেশীয় নেটিজেনরাও কথা বলছেন। বলতে গেলে হইচই পড়ে গেছে ফেসবুকে ইউটিউবে।
কারিনা তার সাজ সম্পন্ন করেন সোনার চেইন ও বড়সড় লকেট দিয়ে। লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা যায়, মাস্কটি ধুয়ে পুনর্বার পরা যায়। শুধু বেবো নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।
গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এই অভিনেত্রী। তারপর থেকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন তিনি।