বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ফের বাবা হলেন গ্রিজম্যান, ৩ সন্তানের একই জন্মদিন!

ফের বাবা হলেন গ্রিজম্যান, ৩ সন্তানের একই জন্মদিন! 

1433409

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। তবে তিন সন্তানের প্রত্যেকের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না বিশ্বকাপজয়ী এ তারকাকে। তিন জনেরই জন্ম যে একই তারিখে!

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) গ্রিজম্যান ও এরিকা দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিজম্যান নিজেই জানিয়েছেন এই খবর।

এর আগে, এই দম্পতির প্রথম সন্তান মিয়ার জন্ম হয় ২০১৬ সালের ৮ এপ্রিল। তিন বছর পর ২০১৯ সালে একই তারিখে পৃথিবীর আলোয় আসে দ্বিতীয় সন্তান আমারো।

তিন ভাই-বোনের একই তারিখে জন্মের ঘটনা বেশ বিরল। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বেশ দূরেই আছেন গ্রিজম্যান-এরিকা দম্পতি। আমেরিকান ক্যারোলিন ও কামিন্স দম্পতির পাঁচ সন্তানের জন্ম হয়েছিল একই তারিখে, ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম ২০ ফেব্রুয়ারি!

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone