খুলেছে দোকানপাট-শপিংমল
ব্যবসায়ীদের দাবি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার কথা জানানো হয়।
‘কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা এবং ভ্যাকসিনেশন কার্যক্রম সংক্রান্ত’ শীর্ষক চিঠিতে বলা হয়, ‘শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গেলো সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে ঢাকাসহ সারা দেশের ব্যবসায়ীরা বিক্ষোভ করেছিলেন।