বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিসরে ৩ হাজার বছরের পুরনো প্রাচীন নগরীর সন্ধান

মিসরে ৩ হাজার বছরের পুরনো প্রাচীন নগরীর সন্ধান 

download

মিশরের দক্ষিণাংশে লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চার’শ বছরের বেশী সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। মিশরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহিহাওয়াজ বৃহস্পতিবার এ কথা জানান। মিশর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াজ জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়’র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো। তিনি বলেন ‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল।’‘নগরীর বিভিন্ন সড়কে বিভক্ত ছিল, ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’
হাওয়াজ আরও জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে খনন কাজ করছেন তারা এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল। লেবাননের সংবাদ মাধ্যম আলবালাদ পত্রিকার রিপোর্টে এ কথা জানা যায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone