বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৩৪

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৩৪ 

144048Arrest-Kalerkantho

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ  শনিবার (১০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, ১১৩ গ্রাম হেরোইন, ২৪ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ৪৫টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone