নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা
করোনাভাইরাসের সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘন করে নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করার দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন। এর ফলে দেশটির জনগণের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দেশটির পুলিশ প্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অবশ্য এ ঘটনায় পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটি পাহাড়ি রিসোর্টে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী সোলবার্গ। অনুষ্ঠানটিতে ১৩ জন মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু নরওয়েতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোনও অনুষ্ঠানে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। এ ঘটনায় বিধি নিষেধ লঙ্ঘন করায় প্রধানমন্ত্রীকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ ৯৮ হাজার টাকা।