বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » করোনায় আক্রান্ত তপন চৌধুরী

করোনায় আক্রান্ত তপন চৌধুরী 

113858t-20210410181804

তপন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিজেই এ তথ্য জানিয়েছেন শিল্পী।

তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে, শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবার এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডায় অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন।

ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি। আক্রান্ত হলেন করোনায়৷ অভিমান নিয়ে তিনি জানালন, বর্তমানে বাসায় বসেই করোনা থেকে মুক্তির চিকিৎসা নিচ্ছেন তপন চৌধুরী।

তিনি বলেন, ‘বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সবাই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভালো আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালোবাসেন, শ্রদ্ধায় রাখেন, তারা দোয়া করবেন।’

এদিকে দেশের শোবিজ অঙ্গনে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা৷ আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি, রিয়াজ, চয়নিকা চৌধুরী, ফরিদা পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone