সৌদি আরবে ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর
‘গুরুতর বিশ্বাসঘাতকতা’ এবং ‘শত্রুদের সহযোগিতা’ করার অভিযোগে দোষী সাব্যস্ত সৌদি আরবের তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিশেষ আদালতে ন্যায়বিচারের মাধ্যমে এই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। বিবৃতিতে ‘শত্রুদের’ নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়। তবে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় প্রদেশে যেখানে ছয় বছরের বেশি সময় ধরে ইরানের সহায়তাপ্রাপ্ত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি আরবের। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্যাতন ও অস্বচ্ছ বিচারপ্রক্রিয়ার অভিযোগ তুলে মৃত্যুদণ্ড বন্ধ করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরবে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বনিম্ন। তার আগের বছরই সেখানে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানায় দ্য হিউম্যান রাইটস কমিশন। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব থেকেই সমালোচনা চলছে। খবর রয়টার্সের।