সোনাতলায় ব্যালট বাক্স ছিনতাই
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। ফলে ওই ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
জানাগেছে, বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর অর্ধশতাধিক নেতাকর্মী ভোট কেন্দ্রে প্রবেশ করে। তারা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদেরকে মারপিট করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে চলে যায়। সাধারণ ভোটাররা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া হলেও কেউ বাধা প্রদান করেনি। পরে কর্তৃপক্ষ ভোটগ্রহণ স্থগিত করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ভোটগ্রহন স্থগিত রয়েছে।