ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন আজ
ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনু্িষ্ঠত হচ্ছে আজ। ভোটাররা সমাজতান্ত্রিক এন্ড্রেস আরাউজ এবং রক্ষণশীল গুইলারমো লাসোর মধ্যে একজনকে বেছে নেবেন।
নতুন প্রেসিডেন্ট আগামী ২৪ মে দায়িত্ব নেবেন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে মতামত জরিপে উঠে এসেছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হবে। দক্ষিণ আমেরিকার তেল উৎপাদনকারী ছোট্ট এ দেশটির এক কোটি ৩১ লাখ ভোটার ভোট দেবেন। যিনিই জয়ী হবেন তাকে অর্থনৈতিক সংকটের পাশাপাশি করোনা মহামারির সংকটও মোকাবেলা করতে হবে। নতুন প্রেসিডেন্টের জন্য করোনা মহামারির কারণে দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন।