গ্রিসে প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা
গ্রিসের রাজধানী এথেন্সে অপরাধবিষয়ক এক প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সাংবাদিকের নাম ইয়র্গস কারাইভাস। শুক্রবার তার বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে। এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পর পরই তাকে গুলি করা হয়। গ্রিস সরকারের এক মুখপাত্র বলেছেন, কারাইভাস হত্যাকাণ্ড সবাইকে মর্মাহত করেছে। তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন। কারাইভাস হত্যার ঘটনা দ্রুততার সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। খবর বিবিসি ।
Posted in: আর্ন্তজাতিক