জাল ভোটের মহোৎসব চলছে : রিজভী
এইদেশ এইসময়, ঢাকা : চলমান উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের সমর্থকরা ভোটকেন্দ্র দখল করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বুধবার সকালে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, ‘প্রশাসনের ছত্রছায়ায় ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তাদের সামনেই চলছে জাল ভোট দেওয়ার মহোৎসব। ভোট দিতে পারছে না বিএনপির ভোটাররা।
রিজভী বলেন, আওয়ামী ‘সন্ত্রাসীদের এসব অভিযোগ বিএনপির সমর্থকরা সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা মুখ ঘুরিয়ে থাকছেন। বিএনপি সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটছে বিভিন্ন স্থানে।
তিনি বলেন, ভোটকেন্দ্রে সরকারের ‘ক্যাডাররা শুধু তান্ডবই চালাচ্ছে না; একই সঙ্গে পোষ্টার ছিড়ে ফেলছে, ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর সদস্যরা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।