বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৬৫ লাখ ছাড়িয়ে গেছে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ৪৫৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ৭১৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৬৯৭ জন। মৃত্যু বিবেচনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে ব্রাজিল, মেক্সিকোর অবস্থান তৃতীয়।
Posted in: আর্ন্তজাতিক