কোহলিকে হটিয়ে বিশ্বসেরা বাবর আজম
বর্তমান ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রেখেছিলেন বাবর। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা কোহলির দখলে ছিল। তবে সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে কোহলিকে শীর্ষস্থান নামিয়ে শীর্ষে উঠে গেলেন বাবর।
২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছিলেন বিরাট কোহলি। সর্বশেষ প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫।
৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। চারে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর। তার পয়েন্ট ৮০১।