ইসরায়েলি জাহাজে হামলা
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরাইলের মালিকানাধীন হাইপেরিয়ন নামে একটি জাহাজে হামলা হয়েছে। জাহাজটি ইসরায়েল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এ হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হননি। জাহাজটির চলাচলও অব্যাহত। তবে জাহাজটি ‘হালকা ক্ষতিগ্রস্ত’ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হামলার ঘটনা তাঁরা শুনেছেন। রয়টার্সকে বলেছে, আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে ইসরায়েলের জাহাজটি হামলার শিকার হয়। হামলার ফলে একটি বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহত হয়নি। গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। এসব ঘটনায় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা উ্দ্বিগ্ন হয়ে পড়েছেন।