ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মিসরে ২০ জন নিহত
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশে মঙ্গলবার (১৩ এপ্রিল) দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রদেশটির গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স ছুটে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর : রয়টার্স।
Posted in: আর্ন্তজাতিক