নাইজারে স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ২০ শিশু
নাইজারের রাজধানী নিয়ামিতে মঙ্গলবার একটি স্কুলের কয়েকটি শ্রেণীকক্ষে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ শিশু প্রাণ হারিয়েছে। আগুন লাগার সময় এই শিশুরা স্কুলে খড়ের তৈরি ক্লাসরুমে আটকা পড়েছিল। স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মাদ সরকারি টেলিভিশনকে বলেন, ‘খড়ের কুঁড়েঘরে আগুনের সূত্রপাত ঘটে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে।’তিনি আরো বলেন, ‘দমকল কর্মীরা দ্রুততার সাথে অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।’ নাইজারের প্রধানমন্ত্রী উহোমোদো শিশুদের বাবা-মার প্রতি তার শোক জানাতে রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ দুঃখজনক অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। খবর এএফপি।