অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ পুরোপুরি বন্ধ করলো ডেনমার্ক
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রয়োগ পুরোপুরি বন্ধ করেছে ডেনমার্ক। ইউরোপের কয়েকটি দেশ এর আগে এই টিকা প্রয়োগ সাময়িক স্থগিত করলেও এই অঞ্চলে ডেনমার্কই প্রথম টিকাটি পুরোপুরি বন্ধ করল। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর দুজনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনায় সতর্কতার অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। ডেনমার্ক হলো প্রথম দেশ যারা মার্চ মাসে অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবহার স্থগিত করে। পরে ইউরোপের অনেক দেশ একই পথ অনুসরণ করে। এমন সিদ্ধান্তে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল, অক্সফোর্ডের ভ্যাকসিনে খুব বিরল রক্তজমাটের ঝুঁকি আছে। তবে কোভিডে মৃত্যুর ঝুঁকি এর চেয়ে অনেক বেশি। গত মঙ্গলবার একই কারণে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার টিকার প্রয়োগ স্থগিত করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাও টিকাটির প্রয়োগ স্থগিত করেছে। যদিও করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ধরনের (স্ট্রেইন) বিরুদ্ধে এই টিকা তুলনামূলক বেশি কার্যকর। ডেনিশ কর্মকর্তারা বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২৪ লাখ ডোজ প্রত্যাহার করা হবে। এক বিবৃতিতে ডেনিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, অক্সফোর্ড ভ্যাকসিনের ডোজ অনুসরণ করে করা পর্যালোচনাগুলো রক্তজমাট বাঁধার প্রত্যাশিত ফ্রিকোয়েন্সি দেখিয়েছে।