অনুমতি ছাড়া সমাবেশ করায় জিমি লাইকের ১৪ মাসের কারাদণ্ড
হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেয়ার দায়ে শুক্রবার তাকে এই শাস্তি দেয়া হয়। শুক্রবার এই মামলায় আদালতে যে ক’জন উপস্থিত ছিলেন, জিমি লাই তাদের মধ্যে অন্যতম। ২০১৯ সালের ওই আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে কিছুদিন আগে লাইকে দোষী সাব্যস্ত করা হয়। জিমিকে ছাড়াও আজ আদালতে আরও কয়েকজনকে দণ্ডিত করা হয়। তাঁদের মধ্যে ৮২ বছরের প্রবীণ প্রচারক মার্টিন লি, ৭৩ বছর বয়সী আইনজীবী মার্গারেট রয়েছে। তবে মার্গারেটের সাজা স্থগিত করা হয়েছে। ২০১৯ সালের ১৮ আগস্ট ও ৩১ আগস্ট হংকয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে এসব দণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী জিমি ‘অ্যাপল ডেইলির’ প্রতিষ্ঠাতা।