কবরীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, বাংলা চলচ্চিত্রে এক অতিপরিচিত নাম সারাহ বেগম কবরী। অভিনয়ের ক্ষেত্রে কবরী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলার সাধারণ মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নেন তিনি। বাংলা চলচ্চিত্র অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আইনমন্ত্রী তাঁর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।