বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আসিয়ান সম্মেলনে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান

আসিয়ান সম্মেলনে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান 

210240Cop_kalerkantho_pic_online2

আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বসবে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের এই জোটের বিশেষ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইং।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরাত সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন নেতা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে জেনারেল মিন অং লাইংও আছেন।’ এবারের সম্মেলনে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন সাংরাত।

এদিকে, নববর্ষ উপলক্ষে মিয়ানমারে প্রতি বছর অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবার ২৩ হাজার বন্দিকে মুক্তি দেবে জান্তা সরকার। জান্তার বিরুদ্ধে রাজপথে নেমে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরা এই তালিকায় আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে প্রথম দিন ৮০০ বন্দিকে মুক্তি দেওয়া হবে।’

এর আগে গত মাসে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রায় ৯০০ বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীও ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone