নতুন গ্যালাক্সিতে ফিঙ্গারপ্রিন্ট
প্রযুক্তি ডেস্ক : দক্ষিন কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫-এ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্যামসাংয়ের অভ্যন্তরীণ এক গোপন সূত্রের বরাত দিয়ে স্যামমোবাইলের করা প্রতিবেদন থেকে এমনটাই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম।
২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে স্যামসাং যে গ্যালাক্সি এস৫ উন্মোচন করবে তা অনেকটাই নিশ্চিত। স্যামমোবাইলের প্রতিবেদন অনুযায়ী আইফোন ৫এসের মতোই গ্যালাক্সি এস৫-এর হোম বাটনের থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্মার্টফোন আনলক করা ছাড়াও ভিন্ন ভিন্ন টাস্ক বা শর্টকাটের জন্য সেন্সরটি ব্যবহার করে রেজিস্টার করা যাবে আলাদা আলাদা আরও ৭টি আঙুলের ছাপ। এছাড়াও থাকবে পিন কোডের মতো অন্যান্য সিকিউরিটি ফিচার।
স্যামমোবাইলের খবর সত্যি হলে অ্যাপল আর এইচটিসির পথেই হাটছে স্যামসাং। ওই শীর্ষ দুই স্মার্টফোন নির্মাতার ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।