কবি হেলাল হাফিজকে আজীবন সম্মাননা
‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতার কবি হেলাল হাফিজের হাতে বাংলাদেশ প্রতিদিন আজীবন গুণীজন সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে ১৯ গুণীজনকে আজীবন সম্মাননা জানানো হয়। সেই তালিকায় ছিলেন কবি হেলাল হাফিজ। কিন্তু অসুস্থতার কারণে নির্ধারিত দিনে তিনি আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি। বর্তমান বিশ্ব বাস্তবতায় কবি সম্মাননাটি এরই মধ্যে তুলে দেওয়ার অনুরোধ করেন। এ কারণে আজ শনিবার ইস্কাটনে তার ভাইয়ের বাসায় আজীবন সম্মাননা ক্রেস্ট, সম্মাননাপত্র ও এক লাখ টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
এসময় উপস্থিত ছিলেন উপ-সম্পাদক মাহমুদ হাসান ও সিনিয়র সহ-সম্পাদক শেখ মেহেদী হাসান।