১৮ রুশ কূটনীতিককে বহিস্কার করলো চেক প্রজাতন্ত্র
রাশিয়ান ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করছে চেক রিপাবলিক। ২০১৪ সালে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের এমন সিদ্ধান্তের কারণে মস্কোতে থাকা দেশটির দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিতে পারে রাশিয়া। এরইমধ্যে এর আভাসও পাওয়া গেছে কূটনীতিক সূত্রে। দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামেচেক জানিয়েছেন, বহিষ্কৃত কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হতে পারে। চেক প্রজাতন্ত্রের এমন পদক্ষেপে সমর্থন জানিয়ে পাশে থাকার কথা জানিয়েছে মার্কিন দূতাবাস। খবর : রয়টার্স।