জলবায়ু পরিবর্তন ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র ও চীন
যুক্তরাষ্ট্র ও চীন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একে অপরকে সহযোগিতার অঙ্গীকার করেছে। এ ব্যাপারে দেশ দুটি আজ রোববার একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, চলতি বছরের শেষে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা শুরুর আগেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। জলবায়ু বিষয়ক মার্কিন প্রতিনিধি জন কেরির সাংহাই সফরের পর উভয় দেশের পক্ষে এক যৌথ বিবৃতি দেয়া হয়। চীন সফরে যাওয়া কেরি বাইডেন প্রশাসনের প্রথম কর্মকর্তা। কেরি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক চীনের বিশেষ দূত শি ঝেনহুয়া এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও চীন অন্যান্য দেশকে সাথে নিয়ে একে অন্যকে সহযোগিতার অঙ্গীকার করছে। ” উভয় দেশ তাপমাত্রা কমিয়ে আনার বিষয়ে হওয়া “প্যারিস চুক্তি”র বিষয়ে আলোচনা চালিয়ে যাবে। খবর : রয়টার্স।