ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের নতুন রেকর্ড
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দৈনিক নতুন সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৫০০ জন। আর মৃত্যু হয়েছে দেড় হাজার জনের। বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। এখনো পর্যন্ত দেশে ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন করোনাকে জয় করেছেন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৫০। গত কয়েক দিনে মৃত্যুর হার ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে শনিবারই টিকা উৎপাদন বাড়ানোয় জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষেধকের জোগানে ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। তার মধ্যেও প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশের ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জন নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী প্রতিষেধক পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রতিষেধক পেয়েছেন ২৬ লক্ষ ৮৪ হাজার ৯৪৯ জন নাগরিক। ইতোমধ্যেই দৈনিক সংক্রমণ ও সুস্থতার ব্যবধান বৃদ্ধিকে ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। তবে, ‘এখনই দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি’ বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবস্থা ঘোরাল হচ্ছে। শনিবারের পর রোববার উত্তরপ্রদেশে ফের চিকিৎসক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।