এবার চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। এর আগে রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করে দেশটি। তার পাল্টা জবাব দিল মস্কো। চেক কূটনীতিকদের রাশিয়া ছাড়তে এক দিন সময় দেওয়া হয়েছে। এর আগে চেক প্রজাতন্ত্র ছেড়ে আসার জন্য রাশিয়ার কূটনীতিকদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। চেক প্রজাতন্ত্রের সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘বৈরী আচরণ’ বলে অভিহিত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে খুশি করতে চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের গোলাবারুদের একটি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে চেক প্র্রজাতন্ত্র। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়ার যে ১৮ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, তাঁরা দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট। খবর : বিবিসি।