দিল্লিতে লকডাউন জারি, ভারতে করোনা শনাক্ত প্রায় তিন লাখ
ভারতের রাজধানী দিল্লিতে লকডাউন জারি করা হয়েছে। প্রথমে সাত দিনের কারফিউ জারির ঘোষণা করা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে লকডাউনের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার থেকে শুরু হওয়া এ লকডাউন এক সপ্তাহ পর্যন্ত চলবে। রেকর্ড পরিমাণ সংক্রমণে দিল্লির হাসপাতালগুলোতে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। লকডাউনে সরকারি অফিস, জরুরি সেবা, হাসপাতাল, ফার্মেসি, নিত্যপণ্যের দোকান প্রভৃতি খোলা থাকবে। জানা যায়, রবিবারই দিল্লিতে এখন পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০০টি নমুনার মধ্যে ৩০টি রিপোর্ট পজেটিভ আসছে। কেজরিওয়াল বলেন, স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য এর প্রয়োজন ছিল। কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে হাসপাতালে ১০০টিরও কম আইসিইউ বেড খালি আছে। সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৯ জনের মৃত্যু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে মহামারিতে এটি দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। যা রোববারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি। টানা ৫ম দিনের মতো ভারতে দুই লাখের বেশি আক্রান্ত হলেন। এর মধ্য দিয়ে ভারতে করোনা সংক্রমণ দেড় কোটি ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৫০,৬১,৯১৯ জনে। মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। রাজ্যের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা নেই। মহারাষ্ট্র, দিল্লি ও কর্ণাটকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুতেও এক দিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। খবর : বিবিসি।