বিএনপি মিথ্যায় চ্যাম্পিয়ন : এইচ টি ইমাম
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, বিএনপি তাদের জন্ম থেকেই বারবার মিথ্যা কথা বলে আসছে। তাদের লাইফস্প্যান মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তারা হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের ‘একটি মিথ্যাকে ১০০ বার বললে তা সত্যে পরিণত হয়’ নীতিতে বিশ্বাসী। বিএনপি মিথ্যায় চ্যাম্পিয়ন।
বুধবার প্রথম দফায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন আইন শৃঙ্খলাবাহিনী তাদের এজেন্ডদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। আইন সবার জন্য সমান। যেখানেই আচরণ বিধি লঙ্ঘন হয়েছে সেখানেই আইনশৃঙ্খলাবাহিনী দোষীদের জেল-জরিমানা করেছে।
তিনি বলেন, ভোট মাত্র শেষ হলো। গণনা শেষে ফলাফল জানা যাবে। আমরা সকলে মিলে আরো সুন্দরভাবে দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে পারবো।’
বাংলাদেশে আওয়ামী লীগ শান্তির রূপকার বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি করেছে। উন্নয়নের ধারা থেকে গত কয়েক মাসে আমরা কিছুটা পিছিয়ে গেছি। সেই ধারা থেকে আমরা বেরিয়ে এসেছি। আর এজন্য আমরা গণমাধ্যমসহ সবার সর্বাত্মক সহযোগিতা চাই।’