হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার
ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে বাসাবোর বাসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ছেলে ওবায়দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
Posted in: জাতীয়