বাপ্পির সাথে ‘হানিমুন’ এ যাচ্ছেন মাহি
বিনোদন ডেস্ক : ‘হানিমুন’-এ যাচ্ছেন ঢালিউডের আলোচিত রোমান্টিক জুটি বাপ্পি-মাহি। বিয়ের পরে নবদম্পতি যে হানিমুনে যান তাতে নয়। ‘হানিমুন’ হলো একটি নতুন ছবি। ছবিটিতে বাপ্পি-মাহি জুটি অভিনয় করেছেন। ছবিটি সাফি উদ্দিন সাফি পরিচালনা করছেন । সাফি উদ্দিন সাফি জানান, এ ছবিটি নতুন একটি প্রযোজানা সংস্থা দ্বারা প্রেযাজিত। ছবিটির গানের শুটিং দেশের বাইরে হবে। মাহি-বাপ্পির সঙ্গে এ ছবিতে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, আহমেদ শরীফ, ডিজে সোহেলসহ অনেকেই। তিনি আরও জানান, আবদুল্লাহ জহির বাবু কাহীনী তৈরি করেছেন। এ ছবির গান রেকর্ডিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সংগীত পরিচালনায় রয়েছেন শওকত আলী ইমন। সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে ‘হানিমুন’ নির্মাণ হবে বলে পরিচালক সাফিউদ্দিন সাফি জানান। ‘ভালবাসার রঙ’, ‘অন্য রকম ভালবাসা’, ‘কি দারুণ দেখতে’ ছবিগুলোর সফল জুটি এখন ব্যস্ত রয়েছেন জাজ মাল্টিমিডিয়ার ‘দবির সাহেবের সংসার’ এবং ‘ময়নামতি’ ছবির শুটিং নিয়ে।