বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার পেলেন সৌদি নারী ‘অধিকারকর্মী’

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার পেলেন সৌদি নারী ‘অধিকারকর্মী’ 

সৌদি আরবের নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাথলওব ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার ভাকলাভ হ্যাভেল জয় করেছেন। সৌদি আরবের নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ করে তাদের গাড়ি চালানোর অনুমতি পেতে সহায়তা করায় লৌজাইনকে এ পুরস্কার দেওয়া হয়।জেল থেকে ছাড়া পাওয়ার দুই মাস পর গত সোমবার তিনি এ পুরস্কারে ভূষিত হন। ৩১ বছর বয়সি এ নারী অধিকারকর্মীকে এর আগে মানবাধিকারকর্মীদের সঙ্গে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারেই আটক ছিলেন এ নারী অধিকারকর্মী। খবর : মিডল ইস্ট আই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone