১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস
দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সৌদিয়া) এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুল কাদের তাস। খালেদ বিন আব্দুলকাদের তাশ জানান, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনার আলোকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া। আগামী ১৭ মে থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হওয়া ছাড়াই যেমন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশী নাগরিকরা, তেমনি সৌদি নাগরিকরাও যেতে পারবেন দেশের বাইরে। এতে করে ওমরাহ ও হজ পালনকারীদের যাতায়াত সহজ হবে।