বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কিউবার নতুন নেতা মিগুয়েল দিয়াজ ক্যানেল

কিউবার নতুন নেতা মিগুয়েল দিয়াজ ক্যানেল 

কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব কিউবার (পিসিসি) সর্বোচ্চ প্রধান ফার্স্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। সোমবার পিসিসির অষ্টম কংগ্রেসে সদস্যদের ভোটে নতুন ফার্স্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন তিনি। এর মধ্যদিয়ে দেশটিতে ছয় দশকের ক্যাস্ট্রো শাসনের অবসান ঘটল। কারণ রাউল ক্যাস্ট্রো (৮৯) অবসরে গেছেন। ২০১৮ সাল থেকে মিগুয়েল কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিউনিস্ট পার্টি অব কিউবা (পিসিসি)’র এক বিবৃতিতে বলা হয়েছে, মিগুয়েল দিয়াজ ক্যানেল কমিউনিস্ট পার্টি অব কিউবার সেন্ট্রাল কমিটির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। শুক্রবার দলের উদ্দেশ্যে দেয়া চূড়ান্ত ভাষণে ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের সাথে শ্রদ্ধাপূর্ণ আলোচনা ও নতুন ধরনের সম্পর্ক গড়ার আগ্রহ ব্যক্ত করেছেন। তবে তিনি দেশটির বিপ্লব ও সমাজতন্ত্রের নীতি ত্যাগ না করার ওপর জোর দেন। উল্লেখ্য ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ১৯৬২ সাল থেকে কিউবার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সালে দেশটির একনায়ক ফুলগেনসিও বাতিস্তার সরকারকে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। বিপ্লবের পর থেকে তিনিই কিউবা শাসন করে আসছিলেন। ২০১১ সালে স্বাস্থ্যগত কারণে ক্ষমতাসীন পিসিসির ফার্স্ট সেক্রেটারির পদ থেকে ফিদেলের অবসরের পর তার ছোট ভাই রাউল ক্যাস্ট্রো দায়িত্ব গ্রহণ করেন। ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কিউবার নেতৃত্ব দেন। পার্টির নেতৃত্বে এই প্রথম একজন বেসামরিক নেতা এলেন। আর তিনি ক্যাস্ট্রো বলয়ের বাইরের একজন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone