ভোটগ্রহণ শেষে চলছে গণনা
নিউজ ডেস্ক : চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালট পেপারসহ সরঞ্জামাদি স্ব স্ব কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়েছে। বিকেল ৪টার পরেই শুরু হয় গণনা।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রেগুলোতে উপস্থিতি বাড়তে থাকে।
দেশের বিভিন্ন উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রমতে, মাত্র দুটি কেন্দ্রে স্থগিত করা হয়েছে ভোটগ্রহণ। এসব কেন্দ্রে পুন:ভোট গ্রহণ করা হবে। অনেক উপজেলায় ভোটকারচুপি ও কেন্দ্র দখলসহ প্রতিপক্ষের প্রার্থীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী কিছু প্রার্থী।
এছাড়া সরকারদলীয় প্রার্থীদের প্রভাব বিস্তারের প্রতিবাদে চারটি উপজেলায় হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
প্রথম দফায় ৪০টি জেলার ৯৭টি উপজেলার মোট ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ পান। তবে বিভিন্ন উপজেলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২ হাজার ২৭৪ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুদিন আগে থেকেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে সেনাবাহিনী। তারা মোট ৫ দিন নির্বাচনী এলাকায় অবস্থান নেয়। এছাড়া র্যাব, বিজিবি, পুলিশ আনসার বাহিনীও রয়েছে। এছাড়া মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালতও।
ঝিনাইদহ: ঝিনাইদহে সকাল ৮ টা থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ বিকাল ৪ টায় বিরতিহীন ভাবে শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।