বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় মিয়ানমারের জেনারেলরা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় মিয়ানমারের জেনারেলরা 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ক্ষমতা দখলকারী দশ সেনা কর্মকর্তার ওপর সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে । একই সঙ্গে সামরিক বাহিনীর মালিকানাধীন দুইটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গঠন করা মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) দেশটিতে গণতন্ত্র এবং আইনের শাসন উপেক্ষা করার জন্য দায়ী। নিষেধাজ্ঞার মধ্যে পড়া দেশটির নয় সেনা কর্মকর্তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের সদস্য। বাকি একজন হলেন তথ্যমন্ত্রী উ চিন নাইং। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নেয় বার্মিজ সেনারা। স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এ কারণে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে। সোমবার মিয়ানমারের সেনা কর্মকর্তা ও তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বলেছে, এরা সকলেই মিয়ানমারের গণতন্ত্র এবং আইনের শাসন উপেক্ষার জন্য দায়ী।’ নিষেধাজ্ঞার মাধ্যমে সম্পত্তি জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর : রয়টার্স।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone