মহারাষ্ট্রে হাসপাতালে অক্সিজেন ট্যাংকে লিক, ২২ করোনা রোগীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালের অক্সিজেন ট্যাংকে ছিদ্র হওয়ায় প্রায় ৩০ মিনিট নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তাতেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। জেলা কালেক্টর সুরজ মান্ধারেক জানায়, ‘বর্তমান তথ্য অনুসারে, জাকির হুসাইন পৌর হাসপাতালে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হওয়াার কারণে ২২ জনের মৃত্যু হয়েছে।’ এদের সকলেই ভেন্টিলেটরে ছিলেন এবং তাদের অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। জাকির হুসেন হাসপাতাল একটি কোভিড-নিবেদিত হাসপাতাল। এখানে প্রায় ১৫০ জন রোগী অক্সিজেন নির্ভর বা ভেন্টিলেটরে ছিলেন। হাসপাতালের বাইরের ট্যাঙ্কার থেকে গ্যাস বের হয়ে দ্রুত এলাকা জুড়ে ঘন সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সরকার বিষয়ট খতিয়ে দেখবে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে প্রতিশ্রুটি দিয়েছেন। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোগী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা রুদ্ধশ্বাস রোগীদের সহায়তা করার চেষ্টা করেন। খবর : এনডিটিভি ।