ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ
ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ আরোহীসহ নিখোঁজ হয়েছে। বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে অন্তত ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, সাবমেরিনটির খোঁজে অনুসন্ধান শুরু হয়েছে। সাবমেরিনটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।কেআরআই নাংগালা-৪০২ নামে সাবমেরিনটি জার্মানির তৈরি বলে জানা গেছে। সাবমেরিনটি খোঁজার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া প্রশাসন। ইন্দোনেশিয়া নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বলেছেন, ‘নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমরা এলাকাটি ভালোভাবে চিনি। তবে এই এলাকায় গভীরতা অনেক বেশি।’ সাবমেরিনটিকে সাগরের গভীরে ডাইভ দেওয়ার অনুমতি দেওয়ার পর সেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে খবরে বলা হচ্ছে। খবর : বিবিসি।