৭৮ বছর বয়সে করোনা জয় দেশবরেণ্য গীতিকারের
দেশবরেণ্য গীতিকবি ও চলচ্চিত্র ব্যাক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা।
বুধবার জানা গেল ৭৮ বছর বয়সী মাজহারুল আনোয়ার করোনামুক্ত হয়েছেন। সঙ্গে তার স্ত্রীও করোনাভাইরাসের আক্রামণ থেকে সেরে উঠেছেন।
তাদের করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছেন তাদের মেয়ে সংগীতশিল্পী দিঠি চৌধুরী। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমার আব্বু আম্মুকে সুস্থ করে তুলেছেন। তারা এখন বাসাতেই আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
গত ২ এপ্রিল গাজী মাজহারুল আনোয়ার কভিড-১৯ পজিটিভ হন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক পরিচর্যা চলছিল তার।
অন্যদিকে গতকাল খবর এসেছে ৭৬ বছর বয়সী বরেণ্য অভিনেতা আবুল হায়াত করোনামুক্ত হয়েছেন।