পাকিস্তানে চার তারকা হোটেলে বোমা বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের সেরেনা নামের একটি চার তারকা হোটেলে বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১২ জন।নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গতকাল বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। কোয়েটা সফররত পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ওই হোটেলে উঠলেও বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন না। রাষ্ট্রদূত নিরাপদে আছেন জানিয়ে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো বলেন, একটু আগেই তার (রাষ্ট্রদূত) সঙ্গে আমি দেখা করেছি। তার মনোবল চাঙ্গা আছে। বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী তালেবান। বার্তা সংস্থা রয়টার্সকে তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, তারাই এ হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘এটি ছিল আত্মঘাতী হামলা। হোটেলের ভেতরে গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে আমাদের আত্মঘাতী হামলাকারী।’দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ টিভিকে বলেছেন, ‘একটি গাড়ি যা বিস্ফোরক ভর্তি ছিল, সেটি হোটেলটিতে বিস্ফোরিত হয়।’ তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত নং রং সেসময় একটি অনুষ্ঠানে ছিলেন। তাই তিনি হোটেলে ছিলেন না।