ইসরায়েলের পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের দিমোনা শহরে একটি পরমাণু স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সিরিয়া থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। তারা বলছে, ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তবে তা দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং এর আঘাতে পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি এবং রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্রটি দিমোনা পরমাণু স্থাপনার চুল্লিতে আঘাত করেনি বরং এটি ৩০ কিলোমিটার দূরে পড়েছে। খবর : আল জাজিরা।